বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

【IT Technology in japan_1】 টেকনোলজির জগতে নতুন দিগন্তের সুচনা – জাপান!!


আইটি প্রযুক্তির জগতে জাপান অন্য যে কোন দেশের থোক আনেক এগিয়ে । জাপানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন টেকনোলজি। টেকনোলজির জগতে জাপান নিয়ে এসেছে বিভিন্ন ধরনের রবোট যেমন, জাপানের একটি হোটেল যার নাম ‘হেন না হোটেল’। ইংরেজিতে অর্থ দাঁড়ায় ‘অদ্ভুত হোটেল’। বিশেষত্ব হলো, হোটেলে যাবতীয় কাজের প্রায় পুরোটাই রোবট দ্বারা নিয়ন্ত্রিত হয়, পর্যটকদের জন্য রোবট ট্রান্সলেটর, বয়স্কদের জন্য রোবট ট্যাক্সি যা মানুষের আবেগ-অনুভূতি বুঝতে পারবে।

এছাড়া তৈরি হচ্ছে নতুন নতুন কম্পিউটার, মোবাইল, মোবাই সফ্টওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন,অনলাইন বা ডেস্কটপ সফটওয়্যার যা রোবটের মতই কাজ করছে।

এসব রোবটের ক্ষেএে ব্যাবহার করা হচ্ছে উন্নত হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার। যেখানে বিভিন্ন দেশের প্রকৌশলীরা একত্রে কাজ করে যাচ্ছেন। এক্ষেএে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এখন Global Jobs এর মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বের বড় বড় আইটি কোম্পানি গুলোতে কাজের সুযোগ পাচ্ছেন। জাপানের প্রযুক্তি সম্পর্কে জানতে এই ওয়েব সাইটটি পরিদর্শন করুন। https://www.techinasia.com/tokyo-startup-scene-local-innovation-global-growth/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন