সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

বাংলাদেশের চাকরির বাজার


বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করার পর চাকরির জন্য দীর্ঘ সময় ঘুরে বেড়ানো নতুন কিছু নয় বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত সে বিষয়ে কোন পরিসংখ্যান পাওয়া যায়না তবে এর সংখ্যা যে একেবারে কম নয় সেটি দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের সময়। হোক তা সরকারি কিংবা বেসরকারি
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন খোদেজা আক্তার টুম্পা। বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও এখনও কোন সাড়া মেলেনি টুম্পার তিনি বলেনসবাই শুধু অভিজ্ঞতা চায়। আমি যদি চাকরি না পাই তাহলে অভিজ্ঞতা হবে কি করে?” চাকরি খোঁজার অভিজ্ঞতা নিয়ে এভাবেই এক ধরনের হতাশা প্রকাশ করলেন টুম্পা

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে "কম্পিউটার বিজ্ঞান" স্নাতক মাহমুদ হোসেন বলেন, চাকরির বাজারে অনেক বেশি প্রতিযোগিতার মুখে পড়েছেন তিনি তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে কয়েকটি প্রতিষ্ঠান থেকে সাড়া পেয়েছেন। কিন্তু প্রত্যাশার তুলনায়খুবই কমবেতন হওয়ায় তিনি যোগদান করেননি
মি: হোসেন বলেন, “এখনও বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাচ্ছি। নিয়ে আমি আসলে কনফিউজড।বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক পাশ করে যারা বের হচ্ছেন তাদের অনেকেরই কর্মজীবন নিয়ে খুব একটা পরিকল্পনা নেই কি চাকরি করবেন কিংবা কোন পেশায় যাবেন তার সুষ্পষ্ট কোন চিত্র অনেকের সামনে নেই। চাকরি-প্রার্থীরা বলছিলেন বাস্তবতাই পরিস্থিতি তৈরি করেছে

বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ ফারুক চাকরিকে সোনার হরিণের সাথে তুলনা করলেন তবে তিনি মনে করেন চাকুরির বাজারে মেধাবীদের ভালো সুযোগ অবশ্যই আছে। কিন্তু তিনি বলেন, “তবে মামা না থাকলে চাকরি হয়না এটাও সত্যি কথা।

জনপ্রিয় হচ্ছে অনলাইনে চাকরি খোঁজা
বাংলাদেশে সাধারণত সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেই শিক্ষিত তরুণ-তরুণীরা চাকরি খোঁজ করে থাকে সাম্প্রতিক সময়ে অনলাইনে চাকরি খোঁজাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনে চাকুরির বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে আছে বেসরকারী প্রতিষ্ঠান, এ ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠানকে খুব একটা দেখা যায় না । অনলাইনে এখন দেশিও প্রতিষ্ঠানের পাশাপাশি এখন বিদেশী প্রতিষ্ঠানের চাকরীর বিজ্ঞাপনও দেয়া হয়।
আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই সময় এসেছে বিশ্ব বাঁজারে সরাসরি কাজ করার আর সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে BJIT Group নিয়ে এসেছে Global Jobs BD নামে নতুন সার্ভিস যার মাধ্যমে যেকোনো আইটি এক্সপার্টরা আমেরিকা, জাপান, ফিনল্যান্ড, সিঙ্গাপুরের মত পৃথিবীর অন্যান্য উন্নত দেশে খুব সহজেই চাকরি পেতেপারে থেকে টি ধাপে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে খুব সহজে পেতেপারে কাঙ্কখিত চাকরি বিদেশে বসবাস করার সুযোগ এই সার্ভিস পেতে কোন রকম ফি দিতে হয়নাযে সব বাংলাদেশিরা এই প্রক্রিয়ার মাধ্যমে চাকরি নিয়ে বিদেশে গেছেন তাদের মধ্যে সবথেকে বেশি গেছে জাপানে তারপর অন্যান্য দেশে। এখনও কেউকেউ যাবার প্রক্রিয়ার মধ্যে আছেন। তারা সাধারণত জাপানের লিজেন্ড প্রতিষ্ঠান Fujisoft, Sony, Sourcenext, Toshiba অন্যান্য এই সকল কোম্পানিতে চাকরি পেয়েছেন। আসলে, বাংলাদেশিরা অনেক সরল এবং দক্ষ, যেকোনো পরিবেশে এবং যেকোন কাজে তারা খুব সহজেয় মানিয়ে নিতেপারে। এবং তারা রীতিমত দক্ষতার প্রমান রেখে চলেছে, সকল কোম্পানিও তাদের কাজে মুগ্ধ বটে

আগ্রহী বাক্তিগণ এখনি GlobalJobsBD.com এ একটি একাউন্ট করে রাখতে পারেন । এ বাপারে বিস্তারিত জানতে বারিধারার ডিপ্লোম্যাটিক এরিয়াতে Global Jobs BD এর অফিসে যেতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন