সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

সাম্প্রতিক চাকরি বাজার এবং এর বাস্তবতা


বর্তমানে বাংলাদেশে তথ্য প্রযুক্তির বাজারে চাকরীর ক্ষেত্র অসীম। যেখানে অভিজ্ঞতা ও শিক্ষার বিভিন্ন স্তরের ব্যক্তিদের জন্য পূর্ণ কর্মজীবনের সুযোগ হয়েছে। আধুনিক কালে, প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের  একটি বিশাল অংশ দখল করে আছে। আপনি কি বহির্বিশ্বের বিভিন্ন দেশে নিজের জন্য একটি উপযুক্ত আইটি পেশা চাইছেন? তাহলে দ্রততম ক্রমবর্ধমান  এ শিল্পের মধ্যে আপনার নিজের কর্ম ক্ষেত্র ও কাজের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা গুলি বুজে নিন।
আমাদের পাশের দেশ ভারত। দিন দিন ভারতীয় নাগরিকদের দখলে চলে যাচ্ছে গ্লোবাল চাকরির বাজার। সম্প্রতি বিদেশের বিভিন্ন কোম্পানি ও বহুজাতিক প্রতিষ্ঠানে ভারতীয়দের একচেটিয়া নিয়োগ দেয়া হচ্ছে। বিশেষত আইটি চাকরির ক্ষেএ। সেখানে বাংলাদেশের আইটি বিশেষজ্ঞদের সংখ্যা খুবই নগণ্য । কাজের ক্ষেএ বাংলাদেশিরা যে ভারতিয়দের থেকে পিছিয়ে আছে তা কিন্তু নয়, বরং আমাদের দেশের এক্সপার্টরা তুলোনামূলক ভাবে অনেক ভালো, যারা গ্লোবাল চাকরির জগতে গুরুত্তপূর্ণ ভূমিকা রাখতে পারে।যাদের বড় বড় কোম্পানিতে লিডিং করার মত সব যোগ্যতা আছে।
বাংলাদেশে আনেক আইটি কোম্পানি আছে যারা সুনামের সাথে বিশ্বের বিভিন্ন লিডিং কোম্পানি গুলির সাথে কাজ করে যাচ্ছে । উধাহরণ স্বরূপ বলা যেতে পারে বিজেআইটি এর কথা। বিজেআটির পথ চলা শুরু হয় ২০০১ সালের জুন মাসে।এখন বিজেআটি একটি মাল্টিন্যাশনাল আইটি কোম্পানি। বাংলাদেশ সহ জাপান, সিঙ্গাপুর, ফিনল্যাণ্ড, আমেরিকাতে বিজেআইটির অফিস রয়েছে এবং ২৫০ এর বেশি ইঞ্জিনিয়ার কাজ করে চলেছে প্রায় ৫০০ ক্লায়েন্টের জন্য।
এছাড়া বিজেআইটি থেকে বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারা কাজ করার সুযোগ পেয়ে থাকেন বিশ্বের বড় বড় কম্পানিতে, যেমন (NTT DATA, OMRON, Panasonic, TOSHIBA, SONY, SOURCENEXT, Valmet, FUJISOFT, ACCESS, Kyocera, Flextronics International, IBM.. and more)
আইটি বিশ্বে বাংলাদেশকে সুপরিচিত করতে এবং বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের গ্লোবাল আইটি জগতে সুযোগ করে দিতে BJIT Group নিয়ে এসেছে Global Jobs সার্ভিস। একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসাবে যাতে আপনি কাজ করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতা করতে BJIT Group সদা সর্বদা প্রস্তুত । মূলত আপনাকে একজন লিডার হিসাবে গড়ে তুলতে Global Jobs Team অঙ্গিকার বদ্ধ।
অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে, কম্পিউটার সাইন্স বা IT তে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র কাজের অভিজ্ঞতা ও দক্ষতা এধরনের জব পাওয়া যায় কিনা. বস্তবতা হচ্ছে হ্যা । শুধুমাত্র কাজের অভিজ্ঞতা দিয়ে অন্য ফিল্ডে পড়াশুনা করলেও অনেক ভালো কোম্পানিতে কাজ পাওয়া যায়. অনেক কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিতে অন্য ডিসিপ্লিনের লোকও কাজের অভিজ্ঞতা থাকলে এপ্লাই করতে পারবে এই রকম ঘোষণা দিয়ে থাকে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

আইটি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ করে দিচ্ছে গ্লোবাল জবস বিডি




দেশি তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ করে দিচ্ছে গ্লোবাল জবস বিডি। বিজেআইটি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নতুন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে জাপানসহ বিশ্বের সবদেশেই তথ্যপ্রযুক্তি প্রকৌশলীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। রাজধানীর বনানী মাঠে শনিবার থেকে শুরু হওয়া ‘ইন্টারনেট উইক ২০১৫’ তে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী।


সাইটটিতে (www.globaljobsbd.com) তথ্যপ্রযুক্তিতে ক্যরিয়ার সম্পর্কে ধারণা দেয়া থেকে শুরু করে সিভি তৈরি, অ্যাপয়েনমেন্টের সুযোগ, ইন্টারভিউয়ে অংশগ্রহণ ও চাকরি প্রাপ্তির সহযোগিতা করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী বলেন, তথ্যপ্রযুক্তি প্রকৌশলী দক্ষ জনশক্তির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে ভালো অবস্থানে রয়েছে। এ কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের গ্লোবাল জবস বিডি ডটকম এ সুযোগকে আরো বাড়িয়ে দিয়েছে। নতুন প্রকৌশলী তৈরিসহ দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের কাজ করছে গ্লাবাল জবস বিডি।



 একই অভিমত ব্যক্ত করেন বিজেআইটি’র বোর্ড অব ডিরেক্টর মেহেদি মাসুদ। তিনি জানান, গত ৮ জুলাই গ্লোবাল জবস বিডি ডটকমের পথ চলা শুরু হয়। দেশের আইটি ব্যাকগ্রাউন্ডের কর্মীদের দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন। বিশ্বব্যাপী আইটি প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মসংস্থান সুযোগের সৃষ্টি নিয়ে কাজ করছি। এরইমধ্যে জাপানে ২০০ এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। শিগগিরই আরো বড় পরিসরে কাজ করবো।


গ্লোবাল জবস বিডি ডটকমের প্রজেক্ট ম্যানেজার কেনইচি ওয়াজিমা বলেন, বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে চাকরির লক্ষ লক্ষ সুযোগ রয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাছে বিশ্ব তথ্যপ্রযুক্তি বাজারের চাকরি সম্পর্কে সঠিক ধারণা দেয়া ও চাকরির সংস্থান করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। যাত্রা শুরুর অল্পদিনেই আমরা বেশ সাড়া পেয়েছি, আশা করি শিগগিরই আরো ভালো পর্যায়ে পৌঁছাবো।

Japan life – Golam Sarower(Project Manager)

I worked in Japanese famous mobile company Android developed project from Dec 2010 to January 2014.


I would like to introduce some my favorite pictures of visited many places in Japan.
[1] Enjoyed “BBQ” with my colleagues in the park
[2] Group photo in front of the apartment
[3] Went to Zoo with my friends
[4] Walked around in “Akabane” place



Let’s join “GLOBAL JOBS” and grab your chances:)
Thank you,
GLOBAL JOBS team 

【Japan life】Mohammad Saiful Alam (Senior Project Manager)


Had a great experience in world giant Japanese electronics company from 2008 June to 2011 March. I liked very much the Japanese culture as well. Visited few places like YOKOHAMA, Akihabara, Roppongi most beautiful place I have ever seen. Enjoyed the fish, food like Sushi, Namisso etc.
Let’s join “GLOBAL JOBS” and grab your chances
Thank you,
GLOBAL JOBS team

Japan life (Sayed Hafizur Rahman) Software Engineer


I worked a Japanese software farm at Tokyo. Japan around two years and two months from 1st February 2011 to 28th March 2013.

During this period, I enjoyed Japanese life style, their culture and foods. Traveled various nice places like “Takaosan (Mount Takao)”, Tokyo Disneyland, Tokyo Government house etc. I am really pleased to meet with the Japanese people also.

[1] Hanami(Cherry-blossom viewing) party with my office staffs and my neighbors along with some delicious Japanese foods.
[2] I visited at Tokyo Government House visitors floor to see the beauty of Tokyo.







 Let’s join “GLOBAL JOBS” and grab your chances
 Thank you,
GLOBAL JOBS team

Go to Japan, interview_2

After two months, they will start working at famous multinational semiconductor company in Japan.
Therefore, they have been studying Japanese language in BJIT Academy.


 


 Let’s join “GLOBAL JOBS” and grab your chances
Thank you!!!
GLOBAL JOBS team

Go to Japan, interview_1

After two months, they will start working at famous multinational semiconductor company in Japan.
Therefore, they have been studying Japanese language in BJIT Academy.





Let’s join “GLOBAL JOBS” and grab your chances
Thank you!!!
GLOBAL JOBS team

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

দেশি তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ!


দেশি তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ করে দিচ্ছে গ্লোবাল জবস বিডি। বিজেআইটি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নতুন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে জাপানসহ বিশ্বের সবদেশেই তথ্যপ্রযুক্তি প্রকৌশলীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। রাজধানীর বনানী মাঠে শনিবার থেকে শুরু হওয়া ‘ইন্টারনেট উইক ২০১৫’ তে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী।

সাইটটিতে (www.globaljobsbd.com) তথ্যপ্রযুক্তিতে ক্যরিয়ার সম্পর্কে ধারণা দেয়া থেকে শুরু করে সিভি তৈরি, অ্যাপয়েনমেন্টের সুযোগ, ইন্টারভিউয়ে অংশগ্রহণ ও চাকরি প্রাপ্তির সহযোগিতা করা হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী বলেন, তথ্যপ্রযুক্তি প্রকৌশলী দক্ষ জনশক্তির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে ভালো অবস্থানে রয়েছে। এ কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের গ্লোবাল জবস বিডি ডটকম এ সুযোগকে আরো বাড়িয়ে দিয়েছে। নতুন প্রকৌশলী তৈরিসহ দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের কাজ করছে গ্লাবাল জবস বিডি।

একই অভিমত ব্যক্ত করেন বিজেআইটি’র বোর্ড অব ডিরেক্টর মেহেদি মাসুদ। তিনি জানান, গত ৮ জুলাই গ্লোবাল জবস বিডি ডটকমের পথ চলা শুরু হয়। দেশের আইটি ব্যাকগ্রাউন্ডের কর্মীদের দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন। বিশ্বব্যাপী আইটি প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মসংস্থান সুযোগের সৃষ্টি নিয়ে কাজ করছি। এরইমধ্যে জাপানে ২০০ এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। শিগগিরই আরো বড় পরিসরে কাজ করবো।

গ্লোবাল জবস বিডি ডটকমের প্রজেক্ট ম্যানেজার কেনইচি ওয়াজিমা বলেন, বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে চাকরির লক্ষ লক্ষ সুযোগ রয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাছে বিশ্ব তথ্যপ্রযুক্তি বাজারের চাকরি সম্পর্কে সঠিক ধারণা দেয়া ও চাকরির সংস্থান করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। যাত্রা শুরুর অল্পদিনেই আমরা বেশ সাড়া পেয়েছি, আশা করি শিগগিরই আরো ভালো পর্যায়ে পৌঁছাবো।